Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নে একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে ২য় ডোজ টিকাদান সম্পন্ন হবে।
বিস্তারিত

আগামী ২৮মার্চ সারাদেশে ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে ২য় ডোজ টিকাদান সম্পন্ন হবে। এরপরে  বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে। যারা এখনও নেননি কালই নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার কম। পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কম। এই অবস্থায় আমরা আহ্বান করছি দ্রুততম সময়ে সবাই টিকা নিন। এর মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন ও দেশকে সুরক্ষিত রাখুন।

৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নে একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে ২য় ডোজ টিকাদান সম্পন্ন হবে।

তাই যারা ২য়  ২য় ডোজ টিকাদান নিবেন তারা আগামী কাল ১,২,৩ নং ওয়ার্ডের টিকা সৈয়দ  লাহারি বাড়ি,

৪,৫,৬ নং ওয়ার্ডের টিকা ইউনিয়ন পরিষদ ভবন,৭,৮,৯ নং ওয়ার্ডের টিকা সদুর চর স্বাথ্য ক্লিনিক উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন। দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজার— এই চার ধরনের টিকা দেওয়া হচ্ছে। 


প্রচারে

মোঃ জহিরুল ইসলাম

চেয়ারম্যান

 ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/03/2022
আর্কাইভ তারিখ
15/06/2023